
গত ৫ অক্টোবর পর্দা উঠেছে ওয়ানডে বিশ্বকাপের। ২০২৩ আসরে অংশ নিয়েছে মোট ১০ দল। সেগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।
ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম মিড ডে’র এক প্রতিবেদনে বলা হয়, এবারের ক্রিকেট মহাযজ্ঞের আয়োজক ভারত। এ নিয়ে চতুর্থবারের মতো আইসিসি বৈশ্বিক ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। ইতোমধ্যে সব প্রস্তুতি সেরে ফেলেছে দেশটি।
টুর্নামেন্টের ফরম্যাট
আসন্ন একদিনের ক্রিকেট বিশ্বকাপে খেলা হয়েছে রাউন্ড রবিন পদ্ধতিতে। প্রত্যেক দল একে অপরের মোকাবিলা করেছে। ফলে লিগ পর্বে ম্যাচ হয়েছে ৪৫টি। সেখানে থেকে সেরা ৪ দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। সেমির জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। ফাইনালেও সেই ব্যবস্থা থাকছে।
যেভাবে বিশ্বের নানা প্রান্ত থেকে বিশ্বকাপের খেলা দেখা যাবে
ভারত
ভারতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ২ এবং ডিডি স্পোর্টস চ্যানেলে বিশ্বকাপের খেলা দেখা যাবে। এছাড়া দেশটিতে ডিজনি+ হটস্টার অ্যাপে ব্যাট-বলের লড়াই উপভোগ করা যাবে।
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস ও চ্যানেল ৯ এ বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি ফক্সটেল গো এবং কায়ো অ্যাপে ২২ গজের যুদ্ধ প্রদর্শিত হবে।
যুক্তরাজ্য
যুক্তরাজ্যে স্কাই স্পোর্টসে ১৩তম সংস্করণের খেলা দেখা যাবে। সেই সঙ্গে স্কাই গো অ্যাপে অংশগ্রহণকারী দলগুলোর মহারণে চোখ রাখা যাবে।
যুক্তরাষ্ট্র ও কানাডা
যুক্তরাষ্ট্র ও কানাডায় উইলো টিভিতে ২০২৩ আসরের লাইভ দেখা যাবে। একই সঙ্গে মাধ্যমটির ডিজিটাল প্ল্যাটফর্মেও উপভোগ করা যাবে।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ইএসপিএন ও ইএসপিএন ২ বিশ্বকাপের খেলা দেখাবে। তাছাড়া ইএসপিএন প্লে’তে স্ট্রিমিং হবে।
নিউজিল্যান্ড ও পাকিস্তান
নিউজিল্যান্ডে স্কাই স্পোর্ট এনজেডে শোপিস ইভেন্ট সরাসরি সম্প্রচারিত হবে। পাকিস্তানে পিটিভি ও এস্পোর্টসে সব ম্যাচ দেখানো হবে।
শ্রীলঙ্কা
শ্রীলঙ্কায় এসএলআরসি (চ্যানেল আই) বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় খেলাটির মেগা ইভেন্ট সম্প্রচার করবে।
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকায় সুপারস্পোর্টসে বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বিতা এনজয় করা যাবে। সেই সঙ্গে সুপারস্পোর্ট অ্যাপে প্রতিযোগী দলগুলোর দ্বৈরথের দর্শন মিলবে।
বাংলাদেশ
বাংলাদেশের দুটি চ্যানেলে সরাসরি উপভোগ করা যাবে ম্যাচটি। দেশের খেলাধুলাবিষয়ক চ্যানেল টি স্পোর্টস ও গাজী টেলিভিশন (জি টিভি) খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
এছাড়া অনলাইনেও দেখা যাবে ভারত – অস্ট্রেলিয়া ম্যাচ। অনলাইন অ্যাপ টফিতে দেখা যাবে ম্যাচটি। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনে উপভোগ করা যাবে এ ম্যাচ।
Channel 1 : https://bdixtv.serverbd247.com/
Channel 2 : http://tv.bdix.live/
Channel 3 : http://tv.bdixsports.com/live-tv.html