
আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে আজ (সোমবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেছিলেন তামিম।
তবে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলেই পাপনের বাসভবন ত্যাগ করেন তামিম।
বিসিবি প্রধানের সঙ্গে আলোচনা নিয়ে বিকাল ৫ টায় বনানীর ডিওএইচএসে নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দেশসেরা এই ওপেনার। আসন্ন বিপিএলের পর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তামিম।