ময়মনসিংহের নান্দাইলে যানজটের ক্ষোভে গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য ইয়াসের খান চৌধুরী সমর্থিত নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের আতাউরের মোড় নামক কানারামপুর-ত্রিশাল সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিএনপি নেতা ইয়াসের খান চৌধুরীর গাড়িবহর নান্দাইল থেকে বিদায় দেওয়ার সময় আতাউরের মোড় নামক বাজারে আসলে যানজটে পড়ে। ওই যানজট নিরসনের চেষ্টা করেও উপায় না পেয়ে বিএনপি নেতাকর্মীরা ক্ষোভের বশে বেশ কয়েকটি গণপরিবহণে ভাঙচুর চালান। এতে ত্রিশালগামী বেশ কয়েকটি বাসের জানালার কাচ ভাঙচুর করা হয়। তাৎক্ষণিক বিষয়টি ইয়াসের খান চৌধুরী জানতে পেরে গাড়ি থেকে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে স্থানীয়রা জানান। পরে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।
ভাঙচুরের খবর পেয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে বিএনপি নেতা ইয়াসের খান চৌধুরী বলেন, আমি সাংগঠনিক কার্যক্রম শেষ করেই ঢাকায় চলে আসছি। তবে গাড়িবহরের পেছনের অংশে কী হয়েছে সেটা বলতে পারছি না, তবে শুনেছি বাসে নাকি কেউ ইটপাটকেল ছুড়েছে। এটা কোনো ষড়যন্ত্র।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ বলেন, ঘটনাস্থলে ভাঙচুরকৃত কোনো বাস পায়নি। এছাড়া বাস মালিক বা অন্য কাউকে ঘটনাস্থলে পাইনি।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে লোকমুখে তিনটি বাসের কাচের জানালা ভাঙচুরের ঘটনা শুনেছি; কিন্তু মালিকপক্ষের কোনো অভিযোগ পাইনি।