
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাঈদ খোকন জাতীয় পার্টির কো–চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার দুপুর ১২টায় ধানমন্ডিতে কাজী ফিরোজ রশীদের বাসায় যান তিনি। এ সময় তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান।
ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় সাঈদ খোকনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ফিরোজ রশীদ।
ফিরোজ রশীদ ঢাকা-৬ আসনের সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ সাঈদ খোকনকে মনোনয়ন দেওয়ায় রোববার মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফিরোজ রশীদ বলেন, ঢাকা-৬ আসনে সাঈদ খোকন যখন মনোনয়ন ফরম জমা দিয়েছেন, তখনই তার বিজয় সুনিশ্চিত হয়ে গেছে। সে পুরান ঢাকার সন্তান। এই এলাকার সবাই তার বাবার আপনজন। এখন শুধু ৭ জানুয়ারি ভোটের দিনের অপেক্ষা। সে আমার নির্বাচনের সময় (২০১৮) সর্বাত্মকভাবে পাশে ছিল। আমিও মাঠ পর্যায়ের আমাদের জাতীয় পার্টির সব নেতাকর্মী নিয়ে তার পাশে থাকব।
ফিরোজ রশীদ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, তিনি আমার চাচা। তিনি আমার প্রয়াত পিতা মেয়র মোহাম্মদ হানিফের অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন। এক সময় তারা একসঙ্গে রাজনীতি করেছেন। দীর্ঘ দিনের সম্পর্ক আমাদের। আমি যখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ছিলাম, তখন আমাদের এলাকার সংসদ সদস্য ছিলেন তিনি। তার সঙ্গে আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। আমরা দুজনই একসঙ্গে পুরান ঢাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি, সেবা করেছি।
তিনি বলেন, আজকে নির্বাচনি প্রচারের প্রথম দিন কাজী ফিরোজ রশীদের কাছে দোয়া ও সমর্থনের জন্য এসেছি। তিনি আমাদের সঙ্গে থাকার কথা ব্যক্ত করেছেন। আমি নির্বাচিত হতে পারলে ঢাকা-৬ আসন নিয়ে তার অভিজ্ঞতা কাজে লাগাব, ইনশাআল্লাহ।