
নিজস্ব প্রতিবেদকঃ গত মঙ্গলবার সিলেটের ব্লগার ও লেখক ফরহাদ আহমদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে সিলেট সদর থানায় অভিযোগ সহ তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। ধর্মীয় অনুভুতিতে আঘাত আনার অপরাধে তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।
এ বিষয়ে গত মঙ্গলবার সরাসরি হিজবুত তাওহীদের নেতা রিফাত হাসান বাদী হয়ে সিলেট সদর থানায় মামলা করেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় সিলেটের ফরহাদ আহমেদ একজন ধর্মীয় গোড়ামীর জনপ্রিয় ব্লগার ও লেখক। বেশ কিছুদিন ধরে তিনি ফেসবুক ও তার ব্যক্তিগত ব্লগে হিজবুত তাওহীদ ও দেওয়ানবাগি নামে দুটি ধর্মীয় সংগঠনের বিভিন্ন কুসংস্কার ও ধর্মীয় গোড়ামীর সমালোচনামূলক বক্তব্য নিয়ে লেখালেখি করেন। তিনি গঠনমূলক লেখালেখি করে সাধারন জনতাকে সচেতন করার চেষ্টা করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে হিজবুত তাওহীদের নেতা রিফাত হাসান সিলেট সদর থানায় ফরহাদ আহমেদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করে।
এ বিষয়ে ব্লগার ফরহাদ আহমেদের সাথে কথা বললে জানা যায় তিনি সামাজিক দায়বদ্ধতা থেকে এসব ভন্ড ধর্মীয় নেতাদের বিরুদ্ধে লেখালেখি করছিলেন। কিন্তু হিজবুত তাওহীদ ও দেওয়ানবাগির সহযোগিরা রিপোর্ট করে ফেসবুক থেকে তার আইডিটি বন্ধ করে দেয়। তারপরো তিনি তার ব্যক্তিগত ব্লগে এসব ভন্ড ধর্মীয় নেতাদের বিরুদ্ধে লেখা লেখি চালিয়ে যাচ্ছিলো। এরপর তারা হঠাৎ করে ই সম্পূর্ণ অন্যায়ভাবে হিজবুত তাওহীদের নেতা ফরহাদ আহমেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।
এ বিষয়ে সিলেট থানার ওসি বেলাল হোসেন বলেন, “ব্লগার ফরহাদ আহমেদের সাথে আমার এবং আমাদের ব্যক্তিগত কোন শত্রুতা নেই। তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে একটি অভিযোগ এসেছে এবং তদন্ত করে সেটার সত্যতা বের করার চেষ্টা করছি। অভিযোগ সত্য হলে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হবে।