এবার রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের ১০ তলা একটি আবাসিক ভবনের ৭ তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শনিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপরই ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে দুটি ইউনিট।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শফিক।
তিনি জানান, বেলা ১১টা ২৬ মিনিটের দিকে ১০ তলা আবাসিক ভবনের ৭ তলায় আগুন লাগে।স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করেন। এরমধ্যে ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ করে। আগুনের ভয়াবহতা কম বলে জানাান তিনি।
তিনি আরও জানান, সম্ভবত ওয়েল্ডিং করার সময় আগুন লাগতে পারে।