ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে আগামীকাল ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। কুয়েতের জাবেদ আল-আহমাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়। টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।
ফিফা র্যাংকিংয়ে ফিলিস্তিন ৯৭, বাংলাদেশ ১৮৩। র্যাংকিংয়ের দিকে তাকালেই স্পষ্ট, শক্তিতে কত এগিয়ে কারা। সৌদি আরবে দুই সপ্তাহ নিবিড় অনুশীলন করেছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে হেরে বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে লেবাননের সঙ্গে ১-১ গোলে ড্র করে। আর লেবাবনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১-০ গোলে হেরেছে ফিলিস্তিন।
রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিমদের ব্যস্ত সময় কাটবে আক্রমণভাগ থেকে নিচে নেমে তপু বর্মণ, রহমত মিয়াদের সঙ্গে রক্ষণে প্রতিরোধের দেওয়াল তুলতে।
ফিলিস্তিন শক্তিশালী দল মানছেন অধিনায়ক জামাল ভূঁইয়াও, ‘আমরা জানি ফিলিস্তিন কতটা ভালো দল। তারা এশিয়ান কাপে অনেক ভালো খেলেছে। গ্রুপের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে আমাদের। এই ম্যাচকে গুরুত্বের সঙ্গে নিতে হবে, নইলে সমস্যা হতে পারে। কোচ আমাকে সতর্ক করেছেন যে, ওরা শারীরিকভাবে অনেক শক্তিশালী।’
স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘সবশেষ এশিয়ান কাপে ফিলিস্তিন ফর্মের তুঙ্গে ছিল। মানসিক দিক থেকে তারা লড়াকু দল। বাছাইপর্বের প্রথম ম্যাচে তারা অস্ট্রেলিয়ার কাছে লড়াই করে ১-০তে হেরেছিল। এশিয়ান কাপে তারা সংযুক্ত আরব আমিরাত, হংকংয়ের সঙ্গে দারুণ ম্যাচ খেলেছে। এশিয়ান কাপ চ্যাম্পিয়ন কাতারের সঙ্গে শেষ মিনিট পর্যন্ত লড়াই করেছে। আমরা ব্যাবধান ঘোচাতে প্রস্তুত। আশা করছি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।’