
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সেমিফাইনালে উঠেছে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান ক্রিকেট দল। টুর্নামেন্টের শুরু থেকে দারুণ ক্রিকেট খেলে অপরাজিত থেকেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।
আগামীকাল সকাল সাড়ে ৬টায় প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে এই প্রথম সুপার ফোরে ওঠা আফগানিস্তান। রাত সাড়ে ৮টায় বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি সাবেক চ্যাম্পিয়ন ভারত।
ভারত-ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ নিয়ে ইংল্যান্ডের কোচ পল কলিংউড বলেন, আমি ভারতীয় দলকে এবার হারতে দেখিনি। ওদেরকে হারাতে গেলে ইংল্যান্ড দলকেও অসাধারণ ক্রিকেট খেলতে হবে।
তিনি আরও বলেন, ভারতীয় দল এবারে যথেষ্ট ব্যালেনসড হলেও বাকি দলের সঙ্গে তাদের পার্থক্য গড়ে দিচ্ছেন জসপ্রীত বুমরাহ, ওর লাইন লেন্থ গতি এবং ফিটনেস দিয়ে। একটা ১২০ বলের খেলায় ২৪ বল অনেক। বুমরাহ ওর ওই ৪ ওভার দিয়েই পার্থক্য গড়ে দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কঠিন পিচেও ভারতীয় দলকে অনেক আত্মবিশ্বাসী দেখিয়েছে। এছাড়াও রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করে ফর্মে এসেছেন।
কলিংউড আরও বলেন, ভারতীয় দল বুঝতে শিখেছে রক্ষণাত্মক ক্রিকেট খেলে পাওয়ার প্লেতে, বিশ্বকাপ জেতা সম্ভব নয়। তাই এখন ওরা অনেক সাহসী ক্রিকেট খেলছে। বিশ্বকাপ জিততে গেলে একটু ঝুঁকি নিতে হবে, সেটাই ওরা নিচ্ছে। শুরুর দিকে পিঞ্চ হিটিংয়ের মানসিকতা প্রয়োজন বড় রান তুলতে গেলে, ব্যর্থ হলে প্রশ্ন তো আসবেই। কিন্তু বিশ্বকাপ জিততে এমনই মানসিকতার দরকার। ইংল্যান্ডও এখন প্রথমে ব্যাটিংয়ের ক্ষেত্রে আগ্রাসী ক্রিকেট খেলে, ফলে ভারতের সঙ্গে এই লড়াই ভয়ঙ্কর হতে চলেছে।