ঈশাত জামান মুন্না।।লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সাংঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বাবু(৪৭)কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের তুষভান্ডার খেলার মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বিএনপি নেতা উপজেলা তুষভান্ডার ইউনিয়নের কেরানিপাড়া গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতা ও ২০১৭ সালে বিজয় দিবসের র্যালিতে বিএনপি ও অাওয়ামীলীগের হামলায় পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় সদর থানায় পুলিশ সদস্যরা মামলা করেন। ওই মামলায় আদলতে থেকে আসামীদের গ্রেফতারের নিদের্শ দেয় আদালত। দীর্ঘদিন পলাতক থাকায় তুষভান্ডারে খেলার মাঠের সামনে তাকে পাওয়া গেলে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।