আরিফুল ইসলাম সুমন, স্টাফ রিপোর্টার।।
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান অ্যাডভোকেট আনিসুল হক এমপিকে পুনরায় আইনমন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে সরাইল উপজেলা রিপোটার্স ইউনিটি।
রবিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল সদরের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভায় প্রধানমন্ত্রীকে এই অভিনন্দন জানান উপস্থিত সাংবাদিকেরা।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। আনিসুল হক বিগত দিনে অত্যন্ত সফলতার সাথে আইন কার্যক্রম পরিচালনা করেছেন। আবারো তাঁকে আইনমন্ত্রী করায় শেখ হাসিনাকে অভিনন্দন ও
তাঁর প্রতি ব্রাহ্মণবাড়িয়াবাসী কৃতজ্ঞ।
সিনিয়র সহ-সভাপতি মোঃ আনিসুল ইসলাম সুমন বলেন, আনিসুল হককে আবারো মন্ত্রী সভায় স্হান দেওয়ায় জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই।
সভায় অন্যান্যদের মাঝে ব্ক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুর রহমান রকিব, দপ্তর সম্পাদক মোঃ শাহগীর মৃধা প্রমূখ।