
ঈশাত জামান মুন্না,লালমনিরহাট প্রতিনিধি:
জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদক ও জুয়া বিরোধী অভিযানের অংশ হিসাবে মাদক ব্যবসায়ীসহ জুয়ারু এবং গ্রেফতারী পরোয়ানাজারিকৃত ৮ জনকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
মাদকবিরোধী অভিযানে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই মো: রেজাউল ইসলাম, এসআই নুরুল হক সরকার, এএসআই বিজু মিয়া সহ ০৮/০১/১৯ তারিখ দলগ্রাম এলাকা হইতে ০৮(আট) বোতল ফেন্সিডিল ও একটি মোটরবাইক সহ কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন এর কাঞ্চনশ্বর এলাকার মোঃ আজিজুল হক এর পুত্র আসাদুজ্জামান (২৮) কে গ্রেফতার করেছে।
ঘটনার বিষয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক বাদল কুমার মন্ডল জানান বিশেষ অভিযান চালিয়ে ৩৩ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারী পরোয়ানা জারিকৃত ও জুয়া খেলার অপরাধে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মকবুল হোসেন জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ জনকে ভিন্নভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় গ্রেফতার করা হয়েছে।তিনি আরো জানান, আটককৃত আসামীদের নামে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।