মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
ভাঙ্গাকুলা (ছোট) গল্পের লেখক ও ভারত উপমহাদেশের প্রথম মুসলিম প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ র নিজ হাতে গড়া ভূঞাপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজে আজ সোমবার (১৪ জানুয়ারি) নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির।
কলেজ মাঠের মুক্ত মঞ্চে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।কলেজের অধ্যক্ষ প্রফেসর বেনজীর আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুল
ইসলাম তরফদার বাদল,নিকরাইল উপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার,ভূঞাপুর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম সোহেল,পৌরসভা নির্বাচন কমিটির সভাপতি আব্দুল বাছেদ,থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও নব নির্বাচিত এমপি তানভীর হাসান ছোট মনির সাহেব শারীরিক প্রতিবন্ধী,উক্ত কলেজের এইচ,এস,সি পরিক্ষার্থী মোছা: ছাবিনা খাতুনে চাকুরীর প্রতিশ্রতিদেন।তিনি বলেন,শারীরিক প্রতিবন্ধী হলেও মনের জোর হাড়ায়নি।আমি ছাবিনার দ্বায়ীত্ব নিলাম
,আমি তাকে চাকুরী দেবো ওর যোগ্যতা অনুযায়ী।সে সাথে ওর কাছ থেকে সবারই অনুপেরনা নিতে হবে।সবাইকে সু শিক্ষায় শিক্ষিত হতে হবে।পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে কলেজের শিক্ষার্থীরা গান ও নাচ পরিবেশন করেন এবং ক্লোজআপ ওয়ান তারকা রিংকু গান পরিবেশন করেন।