বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম শামসুজ্জামান আসছেন ১০ মার্চ রোববার বিকাল ৪টায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে মাদক বিরোধী সমাবেশে তিনি প্রধান বক্তার বক্তব্য রাখবেন। প্রসঙ্গত চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় ১০ মার্চ রোববার বিকেল ৪টায় নগরীর চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে “মাদককে না বলুন শীর্ষক সমাবেশ ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে”। এতে প্রধান অতিথি থাকবেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল, বীর প্রতীক মুক্তিযোদ্ধা ও সাবেক
সেনাপ্রধান এম হারুন-অর-রশিদ। প্রধান বক্তা থাকবেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম শামসুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর প্রাক্তন জেলা গর্ভনর লায়ন শাহ আলম বাবুল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন, দৈনিক সমকালের ডেপুটি জেনারেল ম্যানেজার সুজিত কুমার দাশ, ঢাকার জেএইচএম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মেহেদী হাসান বিপ্লব। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম নাগরিক
অধিকার বাস্তবায়ন পরিষদের কার্যকরী সভাপতি সাংবাদিক আলী আহমেদ শাহীন। অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য সংগঠনের সকল কর্মকর্তা সদস্য ও আগ্রহীদের উপস্থিত থাকার জন্য মাদক বিরোধী সমাবেশ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ ড. মুহাম্মদ সানাউল্লাহ, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজল আহমদ, সচিব সাংবাদিক প্রশান্ত বড়–য়া ও সমন্বয়কারী হারুনর রশিদ অনুরোধ জানিয়েছেন।