
ছাতক প্রতিনিধি:
ছাতকে ফামেন্সী থেকে ঔষধ আনতে গিয়ে গ্রাম্য ডাক্তারে হাতে ৫ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের ঘটনায় শালিশ বৈঠকের ইজ্জতের মুল্য ৫০ হাজার টাকা জরিমানা করায় দুই মেম্বারে মধ্যে সংঘর্ষের ১০জন আহত হয়েছেন । এ ঘটনার পর বাজারে ফাসেন্সী বন্ধ করে ডাক্তার পলাতক রয়েছেন। এ ঘটনা নিয়ে গ্রামে দু’পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে ।
জানা গেছে ,গত ৯ মাচ দুপুর বারোটা সময় স্কুল থেকে খাসগাও বাজারে জনতা ফাসেন্সী ঔষধ আনতে গেলে গ্রাম্য ডাক্তার রাদেশ তাকে অস্ত্রের মুখে জিন্সি করে ফাসেন্সী ভিতরে নিয়ে জোরপুবক
ধর্ষনের ঘটনা ঘটে ।সে খাসগাও গ্রামের ইমান আলীর কন্যা একই গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫মশ্রেনীর ছাত্রী । এ ধষর্নের ঘটনায় গোটা এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে স্থানীয় মেম্বার করম আলীর নেতৃত্বে ধষনের ঘটনা ধামাচাপা দিতে আপোষে নিস্পতি লক্ষে এক শালিশ বৈঠক আয়োজন করেন । গত১১মার্চ খাসগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ডাক্তার ও নিযাতিত ছাত্রীর অভিবাবক নিয়ে শালিশ বৈঠক অনুষ্টিত হয় । এ বৈঠকে এলাকার থানা যুবলীগের নেতা ও স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমান শান্ত এ ঘটনার তীব্র প্রতিবাদ করে গ্রাম্য ডাক্তার রাদেশ দৃষ্টান্তমুলক
শান্তি দাবি করায় বিদ্যালয়ে পরিচালনা কমিটি সভাপতি স্থানীয় ইউপি মেম্বার করম আলী মধ্যে হাতাহাতির ঘটনা নিয়ে দু’পক্ষে সংঘষ বাধেঁ। এ সংঘষে উভয় পক্ষের মধ্যে ১০জন আহত হয়েছেন । আহতদের কে স্থানীয় কৈতক হাসপাতালে ভতি করা হয়েছে । এ বৈঠকে স্থানীয় ইউপি মেম্বার করম আলী নিযাতিত স্কুল ছাত্রী ধষনের ইজ্জতের মুল্য ৫০হাজার টাকা জরিমানা করে ঘটনার নিস্পতি চেষ্টা চালায়। এ ব্যাপারে জাউয়াবাজার পুলিশ ফাড়ি ইনচাজ নিমল দেব নাথ ঘটনার সত্যতা স্বীকার করে বলে নিযাতিত অভিবাবককে বলা হচ্ছে অভিযোগ দায়ের করতে । অভিযোগ পেলে
আইনানুগত ব্যবস্থা নেয়া হবে জানান।এ ব্যাপারে শান্ত ও করম আলী মেম্বারে মোবাইল ফোনে যোগাযোগ করলে দুজনের মোবাইল বন্ধ পাওয়া গেছে । এ ঘটনায় সামাজিক ফেইসবুকে ব্যাপক তোলপাড় হচ্ছে। গত সোমবার থেকে ডাক্তার তার ফামেন্সী বন্ধ করে পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছেন। এ ঘটনায় উপজেলাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।##