মো বছির আহমেদ , মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বনানীর এফআর (ঋ জ ঞড়বিৎ) টাওয়ারের অগ্নিকান্ডের ঘটনায় জীবন হারালো মির্জাপুরের সন্তান ক্রিকেটার নাহিদুল ইসলাম তুষার (৩২)। হোটেল ম্যানেজমেন্ট করা তুষার এফআর টাওয়ারের ১৪ তলায় এয়ার হ্যারিটেজ নামক একটি ট্রাভেলস্ এজেন্সিতে কর্মরত ছিল। তুষার মির্জাপুর উপজেলার ১০নং গোড়াই ইউনিয়নের ভানুয়াবহ গ্রামের ইঞ্জিনিয়ার ইশহাক আলীর দ্বিতীয় ছেলে।
ব্যক্তি জীবনে বিবাহিত ছিলেন তুষার। পাঁচ বছর পূর্বে তিনি বিয়ে করেছিলেন কিন্তু কোন সন্তান ছিলনা এই দম্পত্তির। স্ত্রী নিয়ে বসবাস করতেন ঢাকায়।বাবার চাকুরীর সুবাদে দীর্ঘদিন পরিবারের
সঙ্গে মাগুরাতে ছিলেন নিহত তুষার। পরিবার সূত্রে জানা গেছে, মাগুরা জেলা ক্রিকেট টিমের সদস্য ও বিকেএসপিতে খেলতো সে। নিয়মিত ঘরোয়া লীগ খেলা ঝড়ো গতির বাঁ হাতি পেসার তুষারের স্বপ্ন ছিল জাতীয় পর্যায়ে খেলার। মাগুরার ক্রিকেট অঙ্গণে তাকে লেফটি তুষার বলে ডাকতো তার বন্ধুমহল।নিহত তুষারের বেয়াই কামরুজ্জামান জানান, বনানীর এফআর টাওয়ারের অগ্নিকান্ডের
সময় হাত দিয়ে গ্লাস ভেঙ্গে নিঃশ^াস নিয়ে বাঁচার চেষ্টা করেছিল তুষার। কিন্তু শেষ রক্ষা হয়নি। শুক্রবার (২৯ মার্চ ) ভোর ৩ টায় তার লাশ মির্জাপুরের পৈত্রিক বাড়িতে পৌছায়। সকাল ১০ টায় সম্পন্ন হয় জানাজা।এদিকে, তুষারের এই অপ্রত্যাশিত অকাল মৃত্যুতে তার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। কেউ যেন তার এই অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেনা।