কোয়াড পি-ব্লক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার এর অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আলী আকবর এবং পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর সাবেক ছাত্রনেতা ও আওয়ামীলীগের সংগ্রামী জননেতা আলহাজ্ব জহুরুল আলম জসিম। এসময় আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব হেকিম খন্দকার, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-
সভাপতি মো: হোসেন, হাজী মো: আব্দুল ওয়াদুদ, বর্ষা দাশ, জেসমিন আক্তার, মো: আরিফ, আফরোজা আক্তার, কুলছুম আক্তার, মো: আরিফ উল্যাহ, তাকমিনা আক্তার, নুসরাত জাহান সারমিন, ফাতেমা আক্তার, মীর উম্মে তানিয়া প্রমুখ। সভায় বিদ্যালয়ের পক্ষ থেকে মরহুমার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক ক্রেস্ট প্রদান করা হয়। মরহুমার পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন মরহুমার স্বামী হাজী আব্দুল ওয়াদুদ। পরিশেষে মরহুমার কর্মজীবন ও মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শরিফুল আলম।