
ঝালকাঠি বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রাত ৯ টা ৪৫ মিনিটে ঝালকাঠি বাস শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আবুল বাশার জানান, সিদ্ধান্ত হয়েছে রোববার সকাল থেকে বাস চলাচল করবে। ঝালকাঠি বাস মালিক সমিতির নির্বাহী সদস্য শাহ আলম খলিফা বাস চলাচলের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িত ৪ শ্রমিককে বহিষ্কারের সিদ্ধান্তে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘট প্রত্যাহার এর আগে শনিবার দুপুর ১টা থেকে ঝালকাঠি বাস মালিক ও শ্রমিকদের উপর হামলা চালায় বরিশাল বাস শ্রমিকরা। খুলনা-বরিশাল রুটের একটি বাসে যাত্রীদের উঠানের প্রতিবাদ করায় এ হামলা চালানো হয়। এরপর সন্ধ্যায় ঝালকাঠি বাস মালিক সমিতির কার্যালয়ে বরিশাল ও ঝালকাঠির বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতারা সমস্যা সমাধানে বৈঠকে বসেন।