
ব্রেক ফেল করে ১৩শ’ ফুট গভীরে বাস, নিহত ২৩ বলিভিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৩ জন নিহত হয়েছেন।আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্যা গার্ডিয়ান জানায়, এই দুর্ঘটনায় তিন শিশুও নিহত হয়েছে। মঙ্গলবার( ৭ সেপ্টেম্বর) পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে দ্যা গার্ডিয়ান।দ্যা গার্ডিয়ান জানায়,সোমবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে বলিভিয়ার মধ্যাঞ্চলীয় কোছাবাম্বা প্রদেশে হয়ে যাওয়ার সময় বাসটি ১৩০০ ফুট (৪০০ মিটার) গভীর একটি খাদে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মোট ৩৩ জন আরোহী বাসটিতে ছিলেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ সদস্য।এদিকে দুর্ঘটনায় স্ত্রী হারানো বাসটির চালক বলছেন, ‘আমি ব্রেক করলেও তাতে কোনো কাজ হয়নি।’ব্রেক ফেল করে ১৩শ’ ফুট গভীরে বাস, নিহত ২৩ স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় প্রাণ হারানো পাঁচজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।এদিকে স্থানীয় সরকার কর্তৃপক্ষ জানিয়েছে, কোছাবাম্বা প্রদেশের রাজধানী থেকে ৫০ কিলোমিটার দূরে ওই বাস দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।এদিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরুর কথা জানিয়েছে বলিভিয়ার পুলিশ।দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে লাতিন আমেরিকার দেশগুলোতে প্রায় এমন ভয়ংকর সড়ক দুর্ঘটনার কবর সংবাদ মাধ্যমে আসে।
বলিভিয়ায় গত মাসে সড়ক দুর্ঘটনায় ২০ জনের প্রাণহানির খবর জানিয়েছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।এর আগে ৩১ আগস্ট পেরুতে রাজধানী লিমার পার্শ্ববর্তী এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ৩২ জন নিহত হয়। প্রাণে বেঁচে যাওয়া এক যাত্রী জানান, বাসটি দ্রুতগতিতে চলছিল।এক সময় বাসটি একটি পাথরে ধাক্কা দেওয়ার পর প্রায় ৬৫০ ফুট গভীরে পড়ে যেয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।বলিভিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৩ জন নিহত হয়েছেন।আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্যা গার্ডিয়ান জানায়, এই দুর্ঘটনায় তিন শিশুও নিহত হয়েছে। মঙ্গলবার( ৭ সেপ্টেম্বর) পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে দ্যা গার্ডিয়ান।