
সিডনির সুপারমার্কেটে ঢুকে পড়ল অজগর অস্ট্রেলিয়ার সিডনি শহরে অবস্থিত একটি সুপারমার্কেটে হুট করেই ঢুকে পড়েছিল একটি অজগর। এতে ওই সুপারমার্কেটের মালিক কিছুটা ঘাবড়ে যান। মুহূর্তেই সুপারমার্কেট থেকে সাপটি উদ্ধারে কাজ শুরু হয়। অজগরটি সুপারমার্কেটের একটি সেলফে ঝুলে ছিল।সোমবার সিডনির ওই সুপারমার্কেটে কাজ করছিলেন হেলেইনা আলাতি (২৫)।সে সময় তিন মিটার লম্বা ওই অজগরটি একটি সেলফ বেয়ে ঝুলতে থাকে। দেখে মনে হচ্ছিল যেন সে হেলেইনাকে স্বাগত জানাচ্ছিল।যদিও এ ধরনের সাপ বিষধর নয়, কিন্তু ওই নারী হুট করেই সাপটিকে দেখে ভয় পেয়ে যান।উলওর্থ নামের ওই সুপারমার্কেটি সিডনির উত্তর-পশ্চিম উপকণ্ঠের বুশল্যান্ডের বিস্তৃত এলাকার কাছে অবস্থিত।
কিন্তু মসলার সেলফ থেকে সাপ বেরিয়ে মুখোমুখি চলে আসবে এমনটা হেলেইনা কখনও আশাও করেননি।তবে সৌভাগ্যক্রমে সুপারমার্কেটের কাজের বাইরেও হেলেইনা আসলে বন্যপ্রাণী উদ্ধারকারী হিসেবেও কাজ করছেন। আর বিভিন্ন ধরনের সাপের বিষয়ে তার বেশ ভালোই জ্ঞান রয়েছে।তিনি বলেন, আমি মাত্র মাথা ঘুরিয়েছে ঠিক সে সময়ই সাপটিকে দেখতে পাই। এটি আমার মুখ থেকে মাত্র ২০ সেন্টিমিটার দূরে অবস্থান করছিল এবং ঠিক আমার চোখের দিকে তাকিয়ে ছিল।দ্বিতীয়বার সাপটির দিকে তাকান তিনি।
তবে ঘাবড়ে না গিয়ে পুরোপুরি শান্তভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হন হেলেইনা। সে সময় তার আশেপাশে কেউ ছিল না।যখন তিনি ভালোভাবে সাপটিকে লক্ষ্য করলেন তখন দেখলেন এটি আসলে ডায়মন্ড প্যানথন। এ ধরনের অজগর বিষধর নয়।তখন তিনি কিছুটা আশ্বস্ত হলেন। হেলেইনা বলেন, সে পুরোটা সময় আমার চোখের দিকে তাকিয়ে ছিল। মনে হচ্ছিল সে যেন আমাকে বলছে, দয়া করে আমাকে বাইরে নিয়ে যেতে পারবে?সাপটি যখন সেলফে ঝুলে ছিল সে সময় হেলেইনা মোবাইলে পুরো বিষয়টি ভিডিও করেন। পরে তিনি তার বাড়ি থেকে একটি বড় ব্যাগ নিয়ে আসেন।ওই ব্যাগের মধ্যে সাপটিকে ভরে পাশের একটি বনের মধ্যে ছেড়ে দেন।এর আগেও কমপক্ষে ২০টি সাপকে উদ্ধার করেছেন হেলেইনা। তিনি বলেন, তার বন্ধুরা তাকে মজা করে সর্প কন্যা বলে ডাকেন।ডেল্টা সংক্রমণ ছড়িয়ে পড়ায় অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনিতে গত জুন থেকেই লকডাউন জারি রয়েছে। লোকজনকে বাড়ির বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। শুধু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্যই লোকজন বাড়ির বাইরে বের হওয়ার অনুমতি পাচ্ছেন। হেলেইনার ধারণা সারারাত ধরেই হয়তো সাপটি সুপারমার্কেটের ভেতরেই ছিল।
আরো পড়ুন
বাংলাদেশে কোতোয়ালী থানা কয়টি?
৫টি প্রতিষ্ঠানকে ভোক্তার এক লক্ষ৮ হাজার টাকা জরিমানা
শিল্পপতি আনোয়ার হোসেন মারা গেছেন