নিউজ ডেস্কঃ
![](https://ajanabangladesh.com/wp-content/uploads/2022/03/life2.gif)
ওসি মহসিনকে চট্টগ্রামের জিএমপি থেকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে,চট্টগ্রামের মানবিক ওসি হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীনকে সিএমপির ডবলমুরিং থানা থেকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।এর মধ্য দিয়ে প্রায় এক দশকের সিএমপি অধ্যায় শেষ হয়ে গেল ‘হ্যালো ওসি’র জনক মহসীনের। আজ বুধবার পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. মঈনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাকে এ বদলি করা হয়। এরআগে চলতি বছরের জানুয়ারিতে চসিক নির্বাচনের আগে কোতোয়ালী থেকে সংঘাতপ্রবণ ডবলমুরিং থানার ওসি হিসেবে যোগ দেন মুহাম্মদ মহসীন।
বাংলাদেশ পুলিশে জনবান্ধব পুলিশিংয়ের জন্য ওসি মহসীন এখন এক নামে পরিচিত। তার চালু করা ‘হ্যালো ওসি’ কার্যক্রম পুরো সিএমপি জুড়ে পরিচালিত হয়ে ছড়িয়ে পড়েছে সারা দেশে।এছাড়া মানবিক পুলিশ অফিসার হিসেবে ওসি মহসীনের সুনাম রয়েছে দেশজুড়ে। তিনি করোনাকালে খাদ্য, ওষুধ, রোগী পরিবহন সহ নানা জনবান্ধব কাজ করে তার থানা এলাকার অসহায় বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে মানুষের নজরে এসেছেন। ওসি মহসীন চট্টগ্রামের বাকলিয়া, বায়েজিদ, কোতোয়ালী ও ডবলমুরিংয়ের অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।তারও আগে থেকে তিনি এসআই পদে সিএমপির ডিবিসহ নানা থানায় কাজ করেছেন। সাহিসকতা ও সেবামূলক কাজের জন্য মহসীন দুবার পিপিএম, একবার আইজিপি ব্যাচ ও পুলিশ উইমেন অ্যাওয়ার্ড পান।
আরো পড়ুন
দেরিতে আসামি সোপর্দ, চট্টগ্রামে ডিবির দুই এসআইকে আদালতে শোকজ
গ্রেফতারের নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির না করার দায়ে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই উপ-পরিদর্শককে (এসআই) শোকজ করেছে আদালত। তারা হলেন- মামলার বাদি ও ডিবি উত্তর জোনের এসআই অঞ্জন দাশ গুপ্ত এবং মামলার তদন্ত কর্মকর্তা ও একই জোনের এসআই ইমাম হোসেন। একই ঘটনায় চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানকে লিখিত জবাব দিতে আদেশ দিয়েছেন আদালত।বুধবার (১৮ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘আজ আমি, অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী ও অ্যাডভোকেট মানিক দত্তসহ একটি মামলায় আসামি পক্ষের রিমান্ড শুনানি করতে যাই। শুনানিতে আসামিকে গ্রেফতারের দুই দিন পর প্রেরণের বিষয়টি আদালতে অবহিত করি। আদালত বিষয়টির প্রমাণ জানতে চান। তখন আমি প্রমাণ হিসেবে আসামিকে আদালতে সোপর্দের পত্রটি দেখাই। সেখানে ডিবির এসআই নিজেই উল্লেখ করেছেন ৯ আগস্ট গ্রেফতার করা হয়েছে এবং ১১ আগস্ট আদালতে প্রেরণ করা হয়েছে।’তিনি আরও বলেন, ‘আদালত বিষয়টি অবহিত হওয়ার পর মামলার বাদি ও তদন্ত কর্মকর্তা অর্থাৎ ডিবির দুই এসআইকে আদালতে বৃহস্পতিবার (১৯ আগস্ট) শোকজ করেছেন।
বাংলাদেশে কোতোয়ালী থানা কয়টি?
এসএসসি-এইচএসসির ব্যবহারিক খাতা জমার নির্দেশ