
বাঁশখালীর বৈলছড়ী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত মঙ্গলবার সন্ধ্যায় দুর্বৃত্তের হামলায় দেলোয়ার হোসেন (২৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন।সে ৩ নং ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বৈলছড়িতে দীর্ঘদিন থেকে শামসুল আলম ও মনসুর আলম দুই গ্রুপের মধ্যে রাজনৈতিক আধিপত্য বিস্তারে বিরোধ চলে আসছিল।
একাধিক বার দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে দাবি পরিবারের ।এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দীন বলেন, জায়গা জমির বিরোধ নিয়ে দেলোয়ারের ওপর হামলা করেছেন। হামলাকারীরা এলাকার প্রকৃত চিহ্নিত সন্ত্রাসী । জনপ্রতিনিধি হিসেবে এই হামলার সুষ্ঠু বিচার চাই।স্থানীয় ইউ পি চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে মনসুর আলম ও শামসুল আলম দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। যার কারণে তারা কিছুদিন পরপর মারামারি করে থাকে। গত মঙ্গলবার সন্ধ্যায় দেলোয়ারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
এলাকায় আতঙ্ক পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে এলাকার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবি জানাচ্ছি এবং অতি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। দেলোয়ারের বড় ভাই মোঃ হেলাল উদ্দিন বলেন আমার ভাইকে পূর্ব পরিকল্পিতভাবে মেরে ফেলার উদ্দেশ্যেই হামলা করেছে। এখনো আমার ভাইয়ের জ্ঞান ফিরেনি। দেশবাসীর কাছে দোয়া চাই।