
মোঃ বাকি বিল্লাহ্ চৌধুরী
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান -এর নির্দেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নুরুল আনোয়ার চৌধুরীর নেতৃত্বে চন্দনাইশ উপজেলার আট ইউনিয়ন, চন্দনাইশ ও দোহাজারী পৌরসভায় গরীব অসহায় ২০০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদের রহমান মাহাদু,চন্দনাইশ উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন-সম্পাদক সম্পাদক শহীদুর রহমান খান,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান মাহাবু,চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল হুদা বাবর,ছাত্রদল নেতা মোঃ ইব্রাহীম, সাইফুল ইসলাম নান্টু,মোঃ সায়েম সহ প্রমুখ।
এসময় চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী এবি টিভিকে বলেন, মহামারি করোনার এ সময় সমাজের প্রতিটি উচ্চবিত্ত মানুষকে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।দেশনায়ক তারেক রহমানের নির্দেশে গরীব অসহায় মানুষের জন্য ত্রাণ বিতরণ চলমান থাকবে ইনশাআল্লাহ।