
নিউজ ডেস্কঃ
বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস এর প্রভাব পড়েছে চট্টগ্রাম শহরে চট্টগ্রামে আরো ৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। চট্টগ্রামের বিআইটিআইডি’তে নতুন করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সেখানে ১৮৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৭ জনের পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। গতকাল ৩ মে রাত ১১ টা ৫৯ মিনিটে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে ।
জানা যায়, চট্টগ্রামের ফৌদারহাট বিআইটিআইডি তে ১৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের রিপোর্ট পজেটিভ তাদের মধ্যে ৫ জন চট্টগ্রামের বাকী ২ জন অন্য জেলার । চট্টগ্রামে করোনা আক্রান্ত ৫ জন যেসব এলাকা থেকে করোনা শনাক্ত হয়েছেন , পুলিশ লাইন দামপাড়া ২ জন, সাতকানিয়া ১ জন, সিএমএইচ ১ জন ও বিআইটিআইডি’তে ১ জন । এছাড়া সারাদেশে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো।