
নিউজ ডেস্কঃ
আগামীকাল থেকে খোলা হচ্ছে না মার্কেট শপিং মল আগামী ১০ মে চালু করা হবে মার্কেট শপিংমলগুলো, রোজার ঈদকে সামনে রেখে আগামী ১০ মে থেকে দেশের সব দোকান-পাট ও শপিং মল খোলার অনুমতি দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (৪ মে) সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।বেশ কয়েকটি শর্ত মেনে বিকাল ৪ টা পর্যন্ত সারাদেশের দোকান ও শপিং মলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছেন জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের আজ সোমবার নির্দেশনা পাঠিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। তবে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে একই ব্যক্তির স্বাক্ষরে ৩টি আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি এবং ৩ টিতে ৩ রকম নির্দেশনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে শপিংমল আগামী ৫ মে খোলা হবে, আর একটায় বলা হয়েছে আগামী ১০ মে খোলা হবে। তবে আরেকটাতে বলা হচ্ছে মার্কেট বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। অপরটিতে বলা হচ্ছে বিকেল ৪টা পর্যন্ত।তবে শেষ পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে আগামী ১০ তারিখে এবং বিকেল ৪টা পর্যন্ত খোলার বিষয়টি জানানো হয়।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিদপ্তর শাখা) মোহাম্মদ মুশফিকুর রহমান গণমাধ্যমকে জানান, আগের আদেশে বিকাল ৫টা পর্যন্ত শপিংমল খোলা রাখার কথা বলা হলেও সেটা এখন বিকাল ৪টা পর্যন্ত করা হয়েছে। দোকান শপিংমল খোলা রাখতে ব্যবসায়ীদের মানতে হবে যেসকল শর্ত – ১. বড় শপিং মলের প্রবেশমুখে হাত ধোঁয়ার ব্যবস্থা ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। ২. শপিং মলে আসা যানবাহনকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে।
৩. বেচাকেনার সময় ক্রেতা-বিক্রেতাদের পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। ৪. দোকানপাট এবং শপিং মল বিকাল ৪টার মধ্যে অবশ্যই বন্ধ করে দিতে হবে।এর আগে করোনাভাইরাসের কারণে সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব অফিস আদালত বন্ধ ঘোষণা করে। সেই সাথে সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়েছে,
শপিং মলও বন্ধ রাখতে বলা হয়। ছুটি বাড়ার সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানের জন্যও একই সিদ্ধান্ত বহাল থাকে।তবে ঈদ-উল ফিতরকে সামনে রেখে কয়েকটি শর্ত মেনে মার্কেট-শপিংমল খোলা রাখতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কেনাবেচার সময় সামাজিক (পারস্পরিক) দূরত্ব বজায় রাখাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বড় বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। এসব নিয়ম যে সমস্ত শপিংমলগুলো মেনে চলবে তারাই মার্কেট শপিং মল খোলা রাখতে পারবে এবং একসাথে বেশি লোকের সমাগম যেন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে শপিং মলের মালিকদের।