
নিউজ ডেস্কঃ
ভার্চুয়াল আদালতে আজ বুধবার এক হাজার ১৩ জন আসামির জামিন হয়েছে,কোভিড-১৯ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে টানা দেড়মাসের বেশি সময় দেশের সব আদালত বন্ধ থাকার পর চালু হওয়া ভার্চুয়াল আদালতে তৃতীয় দিনে ১০১৩ জন আসামির জামিন হয়েছে।আজ বুধবার দেশের বিভিন্ন ভার্চুয়াল আদালত (অধস্তন) থেকে আজ এইসব আসামিদের জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কার্টের মুখপাত্র ও হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। লবার দেড়শ’র মতো আবেদনের ভার্চুয়াল শুনানি নিয়ে ১৪৪ আসামির জামিন হয়েছিল বলেও জানান তিনি।
কোভিড-১৯ প্রণঘাতী মহামারীর কারণে দেশে সাধারণ ছুটির মধ্যে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আদালতের বিচারকাজ চালানোর অধ্যাদেশ জারির পর ‘প্র্যাকটিস ডাইরেকশন’ জারি করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তার ভিত্তিতে শুরু হয় নতুন ধরনের আদালত কার্যক্রম। যেখানে প্রচলিত এজলাসে বসেননি বিচারক। আর আইনজীবীরা গাউন ছাড়া কালো কোর্ট পরে বিভিন্ন ফৌজদারি মামলার অভিযুক্ত, আসামিদের পক্ষে জামিন শুনানি করেছেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে।
গত রবিবার সুপ্রিম কোর্ট থেকে ৩ টি আলাদা ‘প্র্যাকটিস’ নির্দেশনার পাশাপাশি ভার্চুয়াল কোর্ট পরিচালনা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। এরপর গত সোমবার থেকে নিম্ন আদালতে জামিন শুনানি শুরু হয়। সুপ্রিম কোর্ট মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের জানান, “তারই ধারাবাহিকতায় আজ বুধবার দেশের বিভিন্ন ভার্চুয়াল আদালতে ১১৮৩টি জামিন আবেদনের শুনানি হয়েছে বলে জানান তিনি। তার মধ্যে ১০১৩ আসামির জামিন দিয়েছে আদালত।”
ঢাকা,নরসিংদী, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ,ফরিদপুর, কিশোরগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর, রাঙামাটি,খাগড়াছড়ি, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, বরিশাল (বিভাগ),রাজশাহী, সিরাজগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ,শেরপুর ও নেত্রকোণার আদালতে এসব আবেদনের শুনানি হয়েছে। এদিকে হাই কোর্টে বিচারপতি জাহাঙ্গীর হোসেনের ভার্চুয়াল আদালতে আজ বুধবারের কার্যতালিকায় ১৭টি জামিন আবেদন শুনানির জন্য ছিল। তার মধ্যে ৪ টি আবেদনের শুনানির সময় সংশ্লিষ্ট আইনজীবী উপস্থিত ছিলেন না। ৭ টি আবেদন মঞ্জুর করা হয়েছে। ২ টি আবেদন ত্রুটিপূর্ণ হওয়ায় নথিভুক্ত রাখা হয়েছে।
বাকি ৪ টির শুনানি হয়নি বলে জানা যায়।হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান, এই কোর্টে আজ বুধবার নতুন করে ২০টি জামিন আবেদন করা হয়। সব মিলিয়ে এ পর্যন্ত ১৭০টি আবেদন জমা পড়েছে এই কোর্টে। তার মধ্যে নিষ্পত্তি হয়েছে ১০টি আবেদনের। এছাড়াও আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল কোর্টে মোট ৩ টি রিট আবেদন জমা দেওয়া হয়েছে। এর মধ্যে একটির নিষ্পত্তি হয়েছে। আর বিচারপতি জেবিএম হাসানের ভার্চুয়াল কোর্টে মোট ১০টি জামিন আবেদন জমা পড়েছে বলে জানা যায়।