নিউজ ডেস্কঃ
জনপ্রিয় বিজ্ঞাপন মডেল করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ডা. আবুল মোকারিম, তিনি ইবনেসিনা হাসপাতালে একটি বিজ্ঞাপনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তার কথা মনে পড়লে সেই, বিজ্ঞাপনের একটি লাইন মনে পড়লেই তার কথা মনে পড়বে। ‘অযথা বাড়তি খরচ কেন করবেন?’ একটি বিজ্ঞাপনে চিকিৎসকের বেশেই হাজির হয়েছিলেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন সেই মডেল ও চিকিৎসক ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন।
ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের কাস্টমার কেয়ারের তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুব সাংবাদিকদের নিশ্চিত করেছেন তার মৃত্যুর বিষয়টি। আবুল মোকারিমের ছেলে নেহাল সাদাব অপূর্বও একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তার বাবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গতকাল মঙ্গলবার মধ্যরাতে ঢাকার সিএমএইচ-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।ডা. আবুল মোকারিম ১ জন মুক্তিযোদ্ধা ও শিক্ষক ছিলেন।
এছাড়া ইবনে সিনা ট্রাস্টের চীফ রেডিওলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন ডা. আবুল মোকারিম।নব্বই দশকের ডা. আবুল মোকারিমের মুখে ডাইলগটি ব্যপক পরিচিত করে তুলেছিলো তাকে। টেলিভিশনের পর্দায় দেখা মানুষটা যে অভিনেতা নন, চিকিৎসক সেটা অনেকেরই জানা ছিল না। বিজ্ঞাপনের মডেল হিসেবে জনপ্রিয় হয়েছিলেন তিনি। তবে খুব বেশি বিজ্ঞাপনে কাজ করতে পারেনি তিনি। হাতে গুণে অল্প কিছু কাজ করেই পরিচিতি পেয়েছিলেন তিনি এই বিজ্ঞাপন মডেল।