
মাদারীপুর প্রতিনিধিঃ
আজ শনিবার মাদারীপুরের রাজৈর উপজেলার শংকরদী এলাকার কুমার নদ থেকে পরকিয়ায় বাধা দেওয়া গৃহবধু শারমিন বেগম( ২০) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আকাশ শেখকে আটক করেছে রাজৈর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার সকালে ঈদের কেনাকাটার জন্য শারমিনকে বাপের বাড়ি শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি থেকে রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিমে স্বরমঙ্গল শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয় পরিবারের লোকজন।
শুক্রবার দুপুরে স্বামী মোবাইল করে স্ত্রী শারমিন কে টেকেরহাট আসতে বলে।শারমিন স্বামীর মোবাইল পেয়ে স্বামীর বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার পর নিখোঁজ হয়।অনেক খোজার পর শনিবার দুপুরে পরিবারের লোকজন স্থানীয়ভাবে জানতে পারে শংকরদী কুমার নদীতে একটি লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে এসে তারা শারমিন বেগমের মৃতদেহ শনাক্ত করেছে।এক বছর পূর্বে স্বরমঙ্গলের শাহজালাল শেখের ছেলে আাকাশ শেখের সাথে চরকামারকান্দির আয়নাল ভুইয়ার মেয়ে শারমিনের বিবাহ হয়।
শারমিনের ভাই সিরাজ ভুইয়া বলেন,এক মহিলার সাথে আকাশের পরকিয়া প্রেম চলতেছিল।এ অবৈধ প্রেমে বাধা দেয়ায় আকাশ তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।আমার বোনের হত্যার বিচার চাই।এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত জাহান জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং স্বামী আকাশ শেখকে আটক করা হয়েছে।