
নিউজ ডেস্কঃ
প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় মৃত্যুর মিছিলে নাম লিখিয়েছেন চট্টগ্রামে একজন জনপ্রতিনিধির নাম। করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার রাত ৯ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার৷ একই হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্তে হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন তাঁর স্ত্রীও। কাউন্সিল মাজহার সদরঘাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মৃত্যুর বিষয়টি অজানা বাংলাদেশকে নিশ্চিত করেছেন পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহমেদ। তিনি জানান, ‘কাউন্সিলর মাজাহার গত সপ্তাহ থেকে হার্টের সমস্যাসহ নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকায় যান চিকিৎসার জন্য। পরে সেখানে গিয়ে টেস্ট করলে তার করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর একই হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্ত্রীরও করোনাভাইরাস শনাক্ত হয়। আজ মঙ্গলবার রাতে ঢাকায় মারা যান কাউন্সিল মাজাহার।’
জানা যায়, করোনা ভাইরাসের এই সংকটে চট্টগ্রামে চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানা অভিযোগ হতাশার চিত্র দেখে নিজের অসুস্থ শরীর নিয়ে স্ত্রীকে নিয়ে ঢাকায় চলে যান কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী। তিনি গতবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রথম বারের মত আওয়ামী লীগের সমর্থনে কাউন্সিলর নির্বািচত হন। তবে এবার দলীয় সমর্থন থেকে বঞ্চিত হয়েছেন মাজাহারুল ইসলাম। তার বদলে ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতাউল্লাহ চৌধুরীকে সমর্থন দিয়েছেন আওয়ামী লীগ। এরপরও ব্যাডমিন্টন প্রতীক নিয়ে স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন কাউন্সিলর মাজাহারুল ইসলাম