
ঈশাত জামান মুন্না,
লালমনিরহাট জেলা প্রতিনিধি:
জামায়াত ইসলামের ৪ নেতাসহ গ্রেপ্তার লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুর ইসলামসহ (৪২) বিএনপি-জামায়াতের চার নেতাকর্মী রয়েছেন।
মঙ্গলবার ৮ অক্টোবর দিবাগত রাতে এ অভিযান চালানো হয় । গ্রেফতারকৃত নুর ইসলামের বাড়ি লালমনিরহাট শহরের সাপ্টানা এলাকায়।
লালমনিরহাট জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা যায় সদর উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার মামলায় বিএনপির কর্মীকে আটক করা হয় । এছাড়া নাশকতার মামলায় জামায়াত-শিবিরের দুইজনকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ। এছাড়া জেলার বাকি তিন উপজেলায় অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার ২৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে