দীর্ঘ ১৪ বছর পর বিচার হতে যাচ্ছে ২১ আগস্ট গ্রেনেড হামলার ২১শে অাগস্ট গ্রেনেড হামলার জড়িতদের ফাঁসি চেয়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের মিছিল ও সমাবেশ ২০০৪ সালে ২১শে অাগস্ট প্রধান মন্ত্রী শেখ হাসিনার সমাবেশে যে গ্রেনেড হামলা হয়। ঐ হামলায় আইভি রহমান সহ অনেক নেতা কর্মী নিহত হয়। সেই মামলার রায় আজ।
গ্রেনেড হামলায় জড়িত সকলের ফাঁসি চেয়ে সাতক্ষীরা জেলাছাত্রলীগের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের দলিয় কার্যলয় থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে আবার দলিয় কার্যলয়ে এসে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈদয় সাদিকুর রহমান সাদেক। এ ছাড়া বক্তব্য রাখেন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফজলে রাব্বি(শাওন), সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী সাহেদ পারভেজ(ইমন), সাধারন সম্পাদক আবুল কালাম, সরকারি পলিটেকনিক সভাপতি মাহমুদুল হাসান,সাধারন সম্পাদক শামিম গাজী, সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি মহিদুর রহমান, সাধারন সম্পাদক আলিফ খান, ছাত্রলীগ নেতা মৃনাল মন্ডল, জিএম সোহাগ, ফাহিম, সুজন সহ আরো অনেকে।
সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিন আলম সাদ্দাম।