
শিল্পচর্চা কেন্দ্র ও আত্ত-উন্নয়নমূলক সংগঠন পূর্বা’র উদ্যোগে শনিবার অক্সিজেন থেকে কুয়াইশ রাস্তার মাথা পর্যন্ত দুইশত পথ কুকুরকে রান্না করা খাবার খাওয়ানো হয়েছে। খাবারের উপকরণে ছিল ভাত এবং মাংস মিশ্রনে কম মশলা যুক্ত তৈরি খাবার। এসময় উপস্থিত ছিলেন পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়, সম্পাদক শ্রাবণী ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক প্রান্তি ভট্টাচার্য, সদস্য তৃষা বিশ্বাস সহ স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
ওদের জন্য দু’বেলা খাবার প্রকল্পের কার্যক্রমের উদ্বোধনকালে প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয় বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি প্রাণীকে আমাদের টিকিয়ে রাখতে হবে। প্রাণীকূলের সকল প্রাণীর প্রতি আমাদের সদয় হওয়া উচিত। খাবার বিতরণকালে আহত অবস্থায় থাকা একটি কুকুরকে বন্দিদশা থেকে মুক্তকরা হয়। উল্লেখ্য, পূর্বা স্বেচ্ছাসেবক সংগ্রহ করছে। আগ্রহী ব্যক্তিগন ০১৮১৯৯৩৩৩৭৬ নাম্বারে যোগাযোগ করতে পারবেন।