চট্টগ্রামে চিকিৎসা সেবা থেকে রোগীদেরকে বঞ্চিত করার জন্য দায়ী বেসরকারী হাসপাতাল-ক্লিনিক সমূহের বিরুদ্ধে যথাযথা ব্যবস্থা গ্রহণ ও চিকিৎসা সেবার নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এক মানববন্ধন আজ বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মতিউর রহমান সৌরভ বলেন, চিকিৎসা সেবা পাওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার।
আর এ অধিকার থেকে বি ত করা মানবতা বিরোধী অপরাধ। সে অপরাধে যারা অভিযুক্ত তাদেরকে কঠোর আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।তিনি আরও বলেন, চট্টগ্রামের চিকিৎসা সেবা বেহাল অবস্থায় এ অবস্থার পরিবর্তন গঠিয়ে প্রত্যেক নাগরিকের চিকিৎসা পাওয়ার অধিকারকে নিশ্চিত করতে যথাযথ তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এগিয়ে আসতে হবে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষকে। অন্যথায় সরকার কোনভাবেই এর দায় এড়াতে পারবে না।
মানবন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলমগীর চৌধুরী, সদরঘাট থানা কমিটির সাধারণ সম্পাদক শামশুদ্দীন রুবেল, সহ-সভাপতি খন্দকার কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মোখলেচার রহমান, মহিলা সম্পাদিকা সৈয়দা শাহানা আরা বেগম, মানবাধিকার কর্মী অলিউর রেজা, শামীমা নুর, জিন্নাত সোহানা, জাবেদ হোসাইন । এসময় আরও উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা কমিটির সভাপতি লায়ন শামসুজ্জামান সুমন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক আবু শাহাদাত চৌধুরী শিপন প্রমুখ।