
বিশ্ব বরেণ্য আলেমেদ্বীন শায়খুল ইসলাম ওয়াল মুসলেমিন শেরে মিল্লাত আল্লামা ওবায়দুল হক নঈমী (রহ) এর ইন্তকাল সত্যিই একটি জগতের যেন ইন্তেকাল হল। আল্লামা নঈমী একাধারে যেমন একজন খ্যাতিমান আলেম ছিলেন অনুরূপ তিনি সিলসিলায়ে আলিয়া কাদেরিয়ার একজন মুখপাত্র হিসাবে ওয়াফাদারিত্ব করে গেছেন। তিনি একজন বিচক্ষণ সংগঠক ও ইসলামিক বক্তা ছিলেন। তাঁর বহুমুখী প্রতিভা তাঁকে অমর করে রাখবে।
গতকাল মঙ্গলবার বিকালে নগরীর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া সংগল্গ্ন কবরস্থানে আল্লামা ওবায়দুল হক নঈমী (রহ) এর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও যিয়ারত শেষে গাউসিয়া কমিটির তাৎক্ষণিক জরুরি সভায় সংগঠনের চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার এ কথাগুলো বলেন। সংগঠনের মহাসচিব শাহজাদ ইবনে দিদারের স ালনায় অনুষ্ঠিত এ সভায় হুজুর আল্লামা ওবায়দুল হক নঈমীর জীবনের বিভিন্ন দিক ও গাউসিয়া কমিটি কর্তৃক পরিচালিত করোনাকালীন মানবতার সেবায় বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন, যুগ্ম মহসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, মহানগর সদস্য সচিব ছাদেক হোসেন পাপ্পু,
উত্তর জেলার সাধারণ সম্পাদক এড. জাহাঙ্গির আলম চৌধুরী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার, উত্তর জেলার যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন, গাউসিয়া কমিটি কেন্দ্রীয় মিডিয়া সেল প্রধান অধ্যক্ষ আবু তালেব, সদস্য এরশাদ খতিবী, উত্তর জেলার প্রচার সম্পাদক আহসান হাবিব চৌধুরী হাসান, সংগঠনের কেন্দ্রীয় তথ্য কেন্দ্র ও অক্সিজেন সেবা কার্যক্রমের আহবায়ক আলহাজ্ব আবদুল্লাহ প্রমূখ। সভায় সংগঠনের প্রত্যেক জেলা, থানা ও ওয়ার্ডে স্ব স্ব উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত পরিসরে হুজুর আল্লামা ওবায়দুল হক নঈমীর স্মরণসভা ও দোয়া মাহফিল করার অনুরোধ জানানো হয়।