
কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজার টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ৪ মাদক কারবারি নিহত হয়েছ। উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, ২ টি দেশীয় অস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।নিহতরা হল হেয়াইক্যং নয়াবাজার পশ্চিম সাতঘড়িয়া পাড়ার মৃত নুর মোহাম্মদের পুত্র মোঃ ইসমাইল (২৫), একই ইউনিয়নের আমতলী এলাকার আব্দুল মালেকের পুত্র আনোয়ার হোসেন (২৫), পূর্ব মহেশখসলীয়া পাড়ার মৃত হাকিম মিয়ার পুত্র মোঃ আনোয়ার (২৪), খারাংখালীর আব্দুস সালামের পুত্র মোঃ নাছির (২৩)।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, টেকনাফের হোয়াইক্যং খারাংখালী এলাকায় মাদক লেনদেন নিয়ে দু’গ্রুপ মাদক কারবারির গুলাগুলির সংবাদে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয় মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে একপর্যায়ে মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ৪ ব্যাক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ময়না তদন্তের জন্য নিহতদের কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।