
উলিপুর উপজেলার ধড়ণি বাড়ি গ্রামে শারমিন আক্তার (১৭) তিনি ২ বছর আগে প্রেমের কলাহলে পড়ে মামাতো ভাই রোমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তবে তাদের মাঝে কিছু দিন ধরে নানা ধরনের সমস্যার সৃষ্টি।সমস্যা সৃষ্টি হওয়ার জন্য তিনি পাশে গ্রামে বাবার বাড়ি বালাকন গ্রামে চলে আসেন। সেখান থেকে শারমিন আক্তার ধড়ণি বাড়ি গ্রামের একটি মাদ্রাসায় পড়াশুনা করে আসতেছেন। কিন্তু মঙ্গলাবার সকালে বাড়ির আঙ্গিনায় পেয়ারার গাছে গলায় উড়না পেচিঁয়ে মৃত অবস্থায় তার বাড়ির লোকজন দেখ পান।
উলিপুর থানার ওসি ইনচার্জ মোয়াজ্জেম মিয়া তিনি শারমিনের মৃত্যুর কথা সত্যতা শিকার করেন।এবং তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় শারমিনের দাফন কাজ সম্পুন্ন করা হয়। এতে করে গ্রামে শোকের ছায়া নমে পড়েছে।
চিলমারী, কুড়িগ্রাম।