কুড়িগ্রামে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৮ জন আহত হয়েছেন। তাদেরকে জেলা শহরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার শিবরাম মাদ্রাসাপাড় এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজার রহমান জানান, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী অজয় সুপার পরিবহনের একটি যাত্রীবাহী কোচ শিবরাম মাদ্রাসারপাড় এলাকায় পৌঁছলে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা সাদিকা পরিবহন নামের আরেকটি যাত্রীবাহী কোচ ওভারটেক করার চেষ্টা করে।এ সময় বিপরীত দিক থেকে আসা আহসান পরিবহন নামক যাত্রীবাহী কোচ মুখোমুখি হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
অজয় সুপার পরিবহনের সাথে আহসান পরিবহর কোচের মুখোমুখি সংঘর্ষ হলে ৮ জন যাত্রী আহত হন। জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহতরা সবাই এই জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা হলেন-আল আমিন (৩৫), রতন (৩৫), মিঠুন(৪০), হৃদয় (৪০), শাহজাহান আলী (৫৪), মর্জিনা (২৫),মিঠুন রায় (২০) ও আব্দুর রশীদ ( ৪৫)।জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেদওয়ান ফেরদৌস জানান, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।
চিলমারী,কুড়িগ্রাম।