
ফ্রান্সের বিতর্কিত পত্রিকা শার্লি এব্দোতে মুসলমানদের ঈমানের মূল রাসুলে খোদা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ এবং সুইডেন দক্ষিণা লের মালমো শহরে উগ্র খ্রিস্টান কর্তৃক পবিত্র আসমানী কিতাব আল কোরআন পুড়ানোর প্রতিবাদে এক প্রতিবাদ সভা অদ্য ৮ সেপ্টেম্বর’২০ ইং মঙ্গলবার চেরাগী পাহাড়স্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি যুবনেতা মুহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক যুবনেতা হাবীবুল মোস্তফা সিদ্দিকীর স ালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সহ-সভাপতি জননেতা মুহাম্মদ ফজলুল করিম তালুকদার।
উদ্বোধক ছিলেন নগর উত্তর ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি জননেতা আ.ন.ম তৈয়ব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে নগর উত্তর ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুন নবী আলকাদেরী, জননেতা মাওলানা মুহাম্মদ সোহাইল উদ্দিন আনসারী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবসেনা কেন্দ্রীয় অর্থ সম্পাদক যুবনেতা মুহাম্মদ নূরুল্লাহ রায়হান খান। এতে বক্তারা বলেন উগ্র খ্রিস্টান কর্তৃক পবিত্র কুরআন অবমাননা এবং রাসুলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ বিশ্বের কোটি কোটি মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ করেছে।
এধরনের উসকানিমূলক কর্মকান্ডের কারণে শান্তিপ্রিয় মুসলিম জনগোষ্ঠীকে উৎক্ষিপ্ত হতে বাধ্য করা হচ্ছে এবং বিশ্বব্যাপী নৈরাজ্য সৃষ্টির পথকে সুগম করা হচ্ছে। এমতবস্থায় বক্তারা বাংলাদেশ সরকারের মাধ্যমে জাতিসংঘ বরাবর দাবি জানান উক্ত ঘৃণিত জঘন্য কর্মকা-ের সাথে জড়িতদের বিচার আন্তর্জাতিক আদালতে অবিলম্বে সুসম্পন্ন করতে হবে। বাংলাদেশ সরকারকে আগামী ২৮ তারিখের মধ্যে সংসদীয় অধিবেশনে এ ব্যাপারে নিন্দা প্রস্তাব পেশ করার জন্য আহবান জানান নেতৃবৃন্দ।
অন্যথায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার মাধ্যমে মাননীয় স্পীকার বরাবর স্মারকলিপি প্রদান সহ কঠোর কর্মসূচী বাধ্য থাকিবে। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবনেতা বদরুল হুদা তারেক, মুহাম্মদ দেলোয়ার হোসেন, যুবনেতা মুহাম্মদ বশির, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক ছাত্রনেতা কাজী মুহাম্মদ আরাফাত, মুহাম্মদ বেলাল রেজা, মুহাম্মদ ওসমান গনি, এসএম মেজবাহ উদ্দিন, মুহাম্মদ মারুফ রেজা, মুহাম্মদ শহিদুল আলম, মুহাম্মদ আরাফাত হোসেন, মুহাম্মদ তাহারিফ হোসেন প্রমুখ।