
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৩ তম কারামুক্তি দিবস উপলক্ষে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদে আছর হযরত শাহ আমানত র: দরগাহ মসজিদে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, যুগ্ম আহবায়ক আলী আব্বাস, সদস্য অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, এনামুল হক এনাম, এড. মো: ফোরকান,
এড. ইফতেখার মহসিন, মনজুর উদ্দিন চৌধুরী, মেয়র আবুল কালাম আবু, ভিপি মোজাম্মেল, লায়ন হেলাল উদ্দিন, নবাব মিয়া, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, মঈনুল আলম ছোটন, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রদলের সভাপতি মো: শহীদুল আলম শহীদ, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মো. হাসান চৌধুরী, আবুল কালাম আবু, নুরুল কবির বাদশা,
সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার হারুন, জেলা তাঁতী দলের আহবায়ক নুরুল আফসার প্রমুখ।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনা এবং জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতৃবৃন্দের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত শাহ আমানত র: দরগাহ মসজিদের ইমাম।