
,বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া গ্রাম থেকে বৃহস্পতিবার (১০শে সেপ্টেম্বর) ২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে বেনাপোল পোর্ট থানার পুলিশ।আটককৃতরা হলো, যশোরের অভয়নগর থানার গুয়াখোলা (মডেল স্কুল রোড) গ্রামের মৃত: রুহুল আমিনের ছেলে ইকবাল (৩১), তার স্ত্রী পারভীন বেগম বুলু (৩০) কোতয়ালী থানার নরেন্দ্রপুর (রুপদিয়া) গ্রামের আঃ আজিজ খানের মেয়ে রোকেয়া খাতুন (২০)।পুলিশ জানায়,
গোপন সংবাদে জানা যায়,পোর্ট থানার গয়ড়া গ্রামস্থ সোহরাব হোসেনের মুদি দোকানের সামনে ইটের সলিং এর রাস্তার উপর মাদক ব্যবসায়ীরা মাদকের চালান নিয়ে অবস্থান করছে। এমন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান সংঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাদের আটক করে।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।