
ঝিনাইদহের শৈলকুপায় এবার সাপের কাঁমড়ে রাসেল হোসেন (২০) নামে এক ইবি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া গ্রামে। নিহত ব্যক্তি ওই গ্রামের আমজাদ মোল্যার ছেলে ও ইসলামী বিশ^বিদ্যালয়ের ডেভেলপমেন্ট এন্ড স্ট্যাডিজ বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী। পারিবারিক সুত্রে জানা যায়, শনিবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিল শিক্ষার্থী রাসেল। রাত ২টার দিকে তার বিছানায় সাঁপ উঠে তাকে কামড় দেয়।
এসময় রাসেলের চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ওঁঝার কাছে ঝাড়ফুঁকের জন্য নিয়ে যায়। পরদিন রবিবার সকাল সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঝিনাইদহ প্রতিনিধি;