
আল্লাহ ও রাসুল (দ.) এর পদাঙ্ক অনুসরণ করে চললে দেশে অরাজকতা ও হানাহানি থাকবে না। বর্তমানে মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। প্রতিকারে হিংসা, বিভেদ ভুলে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। কারণ কোন প্রকার হত্যা, অরাজকতা কোনটাই ইসলাম সমর্থন করে না। শুধু টাকা উপার্জন নয় মানবিক গুণ ও মনুষত্ববোধে মুসলমানদেরকে উজ্জীবিত হয়ে রাসুল (দ.) ও আউলিয়ায়ে কেরামের মুহাব্বত অন্তরে জাগ্রত করে সৃষ্টির সেরা মানুষের সেবাই নিজেকে নিবেদিত রাখতে হবে।
৩০ অক্টোবর সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী (দ.) উপলক্ষে মাস্ক বিকরণ কর্মসূচী এবং স্বাগত র্যালিতে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ছাত্রসেনা পাচঁলাইশ থানার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মারুফ রেজা। প্রধান অতিথি ছিলেন ছাত্রসেনা মহানগর উত্তর নেতা ও পাচঁলাইশ থানার সাবেক সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ওসমান গনী কাদেরী। উপস্থিত ছিলেন মুহাম্মদ বোরহান পাশা, মঈন উদ্দীন কিবরিয়া, ইমরান হুসেইন, নুর মুহাম্মদ, সাইদুল আলম সহ সংগঠনের সকল নেতা ও কর্মীবৃন্দ।