
চট্টগ্রাম আল হাসানাইন মডেল মাদ্রাসার ব্যবস্থাপনায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর বুধবার সকাল হতে বিজয় র্যালী, চিত্রাঙ্কন, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা মাদ্রাসা পরিচালনা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ শাহরিয়াদ ছিদ্দিকীর সভাপতিত্বে ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী ও পরিচালক অর্থ মাষ্টার এন আলম আজাদ এর যৌথ স ালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ও নারায়ণহাট এসপাম পোটারী কোম্পানি লিমিটেড এর কো-চেয়ারম্যান মুহাম্মদ শফিউল আজম বাদশা। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন আল হাসানাইন মডেল মাদ্রাসার উপদেষ্টা মুহাম্মদ গিয়াস উদ্দিন মাসুদ।
প্রধান আলোচক ছিলেন নারায়ণহাট ইউনিয়ন গণগ্রন্থাগার এর আহবায়ক মাষ্টার আহমদ ছাবের। সংবর্ধেয় অতিথি ছিলেন নার্গিস শবনম। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি সমবায় সমিতির সভাপতি এ্যাড. মুহাম্মদ আবছার উদ্দিন হেলাল, নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদ দেশীয় সমন্বয়ক ছাত্রনেতা মুহাম্মদ আবুল হোসেন, আল হাসানাইন মডেল মাদ্রাসার উপদেষ্টা মুহাম্মদ আবদুল জব্বার, পরিচালক মুহাম্মদ সেলিম আরমান, মুহাম্মদ নাঈম উদ্দিন, মুহাম্মদ জানে আলম, মাষ্টার মুহাম্মদ জাহেদুল ইসলাম,
নারায়ণহাট বাজারের ব্যবসায়ী মুহাম্মদ সালাউদ্দিন, গাউসিয়া কমিটি বাংলাদেশ নারায়ণহাট ইউনিয়ন শাখার সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ ফারুক হোসেন, নারায়ণহাট ইউনিয়ন গণগ্রন্থাগার অফিস সহকারী মুহাম্মদ ফজল করিম, জামেয়ান ফটিকছড়ি ছাত্র ফোরাম সদস্য মুহাম্মদ মহিনুল করিম মাসুদ, মাদ্রাসার সুপার মাওলানা শাহ আলম কাদেরী, সহকারী শিক্ষক মাওলানা আবদুস সামাদ, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ নিজাম উদ্দিন, সহকারী শিক্ষিকা শাহেনা আক্তার, হাসিনা আক্তার, সুফিয়া আক্তার মুন্নী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এখনো সক্রিয় আছে। তারা বিভিন্ন সুবিধাবাদী রাজনৈতিক শক্তির ছায়াতলে আশ্রয় নিয়ে দেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। এসব অপশক্তিকে রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। শেষে ইভেন্ট অংশগ্রহণকারীদের ১ম, ২য় ও ৩য় স্থানসহ বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার ও আখেরী মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।