
গাউছে যমান, শামসুল আরেফীন হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী (রহ.)’র প্রতিষ্ঠিত আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশ’র ব্যবস্থাপনায় আনজুমানের সভাপতি, ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও দরবারে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া আলীয়ার সম্মানিত সাজ্জাদানশীন পীরে তরিকত মোর্শেদে বরহক হযরতুলহাজ্ব আল্লামা শাহজাদা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দীন আলকাদেরী (মা.জি.আ)’র সার্বিক তত্ত্বাবধানে ইমামুল আউলিয়া, গাউসুল আযম হযরত শায়খ সৈয়্যদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী (রহ.)’র স্মরণে “ইমামুল আউলিয়া গাউসুল আযম কনফারেন্স’২০ইং ও গাউছে যমান,
শামশুল আরেফীন আল্লামা আজিজুল হক আলকাদেরী (রহ.)’র লিখিত পাঁচ খন্ড বিশিষ্ট ফতোয়ার কিতাব” ফতোয়ায়ে আজিজি আয় ফুয়ুজে কাজেমী ৫ম খন্ডের মোড়ক উন্মোচন ১৭ ডিসেম্বর ২০২০ইং বৃহস্পতিবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে অতিব শানদারভাবে অনুষ্ঠিত হয়। এতে বক্তাগণ বলেন-গাউসুল আযম আবদুল কাদের জিলানী (রা.)’র আদর্শ, স¤্রাটসূলভ গৌরব ও মর্যাদা সম্মান ও প্রতিপত্তি, ঐশ্বর্য ও মহিমা, উন্নতি ও উৎকর্য সর্বোপরি তাঁর জীবনালোখ্যের প্রতিটি ক্ষেত্রে বিকশিত, যার মাধ্যমে জাতি-ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষের জন্য হেদায়ত তথা সঠিক পথের দিক নির্দেশনা। বক্তাগণ বলেন-গাউছে পাকের প্রতি একান্ত ভক্তি, মুহাব্বত শ্রদ্ধাবোধ ও তাঁর আদর্শ অনুসরণে রয়েছে নাজাতের নিশ্চয়তা।
বক্তাগণ ফতোয়ায়ে আজিজির মোড়ক উন্মোচন করে মাযহাব-মিল্লাত তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার-প্রসার ও সুন্নী জামাতের অতুলনীয় অবদান রাখার জন্য কিতাবের প্রনেতা গাউছে যমান আল্লামা আজিজুল হক আলকাদেরী (রহ.)’র নানামূখী কর্মকান্ডের কথা স্মরণ করে বলেন-তাঁর প্রতিষ্ঠিত মাদরাসা তরিকত চর্চা ও ক্ষুরধার লিখনি ভবিষ্যত প্রজন্মের জন্য সঠিক দিক দর্শন। বক্তাগন বলেন-গাউছে যমান আল্লামা আজিজুল হক আলকাদেরী (রহ.)’র প্রতিষ্ঠিত ইমামুল আউলিয়া গাউসুল আযম কনফারেন্স নবী ও অলি প্রেমিকদের জন্য আদর্শ গ্রহন ও শিক্ষা নেয়ার অন্যতম দৃষ্টান্ত। এতে সভাপতিত্ব করেন-আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ’র চেয়ারম্যান হযরতুলহাজ্ব আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দীন আশরাফী (মা.জি.আ.)।
কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন-আওলাদে গাউসুল আযম মাইজভা-ারী, পীরে তরিকত, মাইজভা-ার দরবারের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহ সুফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী আল হোসাইনী আল মাইজভা-ারী (মা.জি.আ.)। প্রধান বক্তা ছিলেন-আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ’র মহাসচিব ও আঞ্জুমানে রেজভীয়া নুরীয়া ট্রাস্টের চেয়ারম্যান পীরে তরিকত হযরতুলহাজ্ব আল্লামা আবুল কাশেম নুরী (মা.জি.আ.)। উদ্বোধনী বক্তব্য রাখেন-ছিপাতলী আলীয়ার উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা আবদুল অদুদ আল কাদেরী।
কনফারেন্সে বক্তব্য রাখেন-মুফাচ্ছিরে কোরআন আল্লামা শফিউল আলম নেজামী, শাইকুল হাদিস আল্লামা হাফেজ সোলাইমান আনচারী, অধ্যক্ষু মুফতি আল্লামা হারুনুর রশিদ, অধ্যক্ষ আল্লামা ড. এ.কে.এম মাহবুবুর রহমান, অধ্যক্ষ আল্লামা মোখতার আহমদ, অধ্যক্ষ ড. আল্লামা আবদুর রজ্জাক, উপাধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন ছিদ্দিকী, অধ্যক্ষ আল্লামা মুফতী আহমদ হোসাইন আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা আবু তাহের, মুফাচ্ছেরে কোরআন আল্লামা ছালেকুর রহমান আলকাদেরী, আল্লামা মুহাম্মদ ইদ্রিছ আনচারী,
শাহজাদা সৈয়দ যুননুরাইন, অধ্যক্ষ আবুল ইরফান মোহাম্মদ লোকমান চিশতী, মাওলানা ইয়াছিন আনচার মাদানী, মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা মঈনুদ্দীন খান মামুন, মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন, মাওলানা মোহাম্মদ ফখরুদ্দীন আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা ক্বারী আবু তৈয়ব। মাওলানা কাজী মোহাম্মদ শফিউল আযমের স ালনায় কনফারেন্সে উপস্থিত ছিলেন আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ মুজাহিদ, হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ শফিউল আলম আজিজি, মাওলানা মোহাম্মদ আবদুল নবী, মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ আবদুল কাদের, মাওলানা মোহাম্মদ মহিউদ্দীন প্রমুখ।