
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক স্যারের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক, রাঙ্গামাটি স্যারের সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও রাঙ্গামাটি জেলা কার্যালয় কর্তৃক বিশেষ সেবা সপ্তাহ (৩০ এপ্রিল-০৬ মে ২০২১) উপলক্ষে আজ ৩ মে রাঙ্গামাটি জেলায় বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়।
রাঙ্গামাটি জেলার কলেজ গেইট, স্টেডিয়াম মার্কেট, রিজার্ভ বাজার ও বনরূপা বাজারে পরিচালিত তদারকি কার্যক্রমে ৭ প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে মোট ১৪,৫০০/- (চৌদ্দ হাজার পাঁচশত টাকা) প্রশাসনিক জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ আটা, অননুমোদিত রং দেয়া চিপস ধ্বংস করা হয়।রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশের সহায়তায় উপর্যুক্ত অভিযান পরিচালিত হয়।
এতে আরো সহায়তা করেন জনাব মোঃ এমদাদুল্লাহ্ ভূইয়া, জেলা মার্কেটিং অফিসার, রাঙ্গামাটি।আমানত বাগ, কলেজ গেইট এলাকার শিবলি স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও নোংরা ফ্রিজে খাদ্যদ্রব্য সংরক্ষণ করায় ২ হাজার টাকা, আল্লার দান হোটেলকে খোলা অবস্থায় খাদ্যদ্রব্য সংরক্ষণ করায় ৫ শত টাকা জরিমানা করে সতর্ক করা হয়।কলেজ গেইট এলাকার শাহ আলম স্টোর উৎপাদন- মেয়াদ বিহীন দই ও অন্যান্য খাদ্যদ্রব্য বিক্রয় করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
হামিদ স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও অননুমোদিত রং দেয়া চিপস রাখায় ২ হাজার টাকা জরিমানা করে বর্ণিত চিপস ধ্বংস করা হয়।স্টেডিয়াম মার্কেটের মেসার্স মীম স্টোরকে মেয়াদোত্তীর্ণ ময়দা সংরক্ষণ করায় ৩ হাজার জরিমানা করে ১০ প্যাকেট ময়দা ধ্বংস করা হয়।বনরূপা বাজারের বিলাস বিপনীকে বৈধ আমদানীকারক বিহীন বিদেশী পণ্য রাখায় ৪ হাজার জরিমানা করে সতর্ক করা হয়।
রিজার্ভ বাজারের আবু তাহের এন্ড সন্সকে এমআরপি বিহীন পণ্য সংরক্ষণ করায় ২ হাজার জরিমানা করে সতর্ক করা হয়।
সেবা সপ্তাহের অংশ হিসেবে বাজারসমূহের ব্যবসায়িবৃন্দকে, বাজারে আগত ভোক্তাসাধারণের মাঝে এবং সধারণ পথচারীগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। বিক্রেতাদের মূল্য তালিকা প্রদর্শন করতে অনুরোধ করা হয়। মাইকযোগে স্বাস্থ্যবিধিসহ ভোক্তা সাধারণের করণীয় সম্পর্কে প্রচার করা হয় সেসাথে ভোক্তা-অধিকার বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। ভোক্তাগণকে প্রতারিত হলে অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১ এ অভিযোগ দিতে অনুরোধ করা হয়।
জনস্বর্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।