
বারে ঢুকে একটি বানর মদপান করছে, সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের মন্ডলা জেলায়।
ভিডিওতে দেখা যায়, মদের দোকানে ঢুকে একটি মদের বোতল তুলে নেয় বানর। এরপর দাঁত দিয়ে ছিপি খুলে ঢকঢক করে মদপান করতে শুরু করে। এ সময় দোকান মালিক বানরটিকে একটি বিস্কুট দেন। কিন্তু সেদিকে না তাকিয়ে মদের বোতল নিয়েই যত আগ্রহ তার।
এ সময় কেউ একজন সেই ঘটনার ভিডিও করে ইন্টারনেটে আপলোড করে দেন। মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়।
বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হলে সংবাদমাধ্যমকে ওই দোকানদার জানান, সম্প্রতি তার দোকানের বাইরে কয়েক ফোঁটা মদ মাটিতে পড়েছিল। বানরটি তা চেটে খায়। তারপর থেকে কিছুতেই তাড়ানো যাচ্ছিল না তাকে, প্রতিদিনই দোকানের আশপাশে আসছিল সে। এরপরই সুযোগ বুঝে দোকানে ঢুকে পড়ে।