
সালমান শাহার মৃত্যুবার্ষিকীতে শাকিব খানের স্ট্যাটাস সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে শাকিব খানের ফেইসবুক স্ট্যাটাস বাংলাদেশের চলচ্চিত্র জগতের ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে নিয়ে গেলো ২৫ বছর ধরে অনেক আলোচনা জন্ম দিয়েছে তার মৃত্যুকে ঘিরে। বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম এই নায়ককে ২৫ বছরেও বলেনি তার ভক্তরা। বরং তার জনপ্রিয়তা আরো বেশি বেড়েছে বর্তমান কিং খ্যাত নামের ঢালিউড সুপারস্টার শাকিব খান তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে নিয়ে আবেগঘন একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন,
তিনি ফেসবুকে স্ট্যাটাস যা লিখেছেন তা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।একজন শিল্পীর মৃত্যুর পর ধীরে ধীরে তার অনুসারীরা ভুলতে শুরু করেন। তবে ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ক্ষেত্রে সেটা একেবারে বিপরীত! অকালে চলে যাওয়ার ২৫ বছর পরেও তার জনপ্রিয়তা আজও আকাশচুম্বী।৯০ এর দশকে চলচ্চিত্রে সালমান শাহর আবির্ভাব তারুণ্যের উচ্ছ্বাস তৈরি করেছিল। ভক্তদের পাশাপাশি চলচ্চিত্রের মানুষরাও তার স্মৃতিগুলো এখনও লালন করেন। তাই আমার কাছে সালমান শাহ হলেন ভাটির আগে উজানের ঢেউ।
সালমান শাহার মৃত্যুবার্ষিকীতে শাকিব খানের স্ট্যাটাস তিনি বেঁচে থাকলে হয়তো চলচ্চিত্র মাধ্যমটি আরও বর্ণিল করতে পারতেন।শিল্পীর ভালো কাজের জন্য অনুপ্রেরণার প্রয়োজন হয়। অনুপ্রেরণা থেকে শিল্পীরা নিজেদের সমৃদ্ধ করার চেষ্টা করেন। সালমান শাহর অভিনয় দেখে, তার সিনেমা দেখে আমারও সেই অনুপ্রেরণা হতো! একটা প্রজন্মের কাছে আইডলে পরিণত হয়েছিলেন সালমান শাহ নামের সেই পরশ পাথর, যার ছোঁয়ায় বাংলা চলচ্চিত্রে বিপ্লব ঘটেছিল।