
দুর্গাপূজার প্যান্ডেলে গুলি, নিহত ১ ভারতে দুর্গাপূজার প্যান্ডেলে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এক ব্যক্তি। আহত হয়েছে দুই কিশোরী।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের অযোধ্যাতে। দেশটির সংবাদমাধ্যম জি নিউজ বিষয়টি জানিয়েছে।
দুর্গাপূজার প্যান্ডেলে গুলি, নিহত ১ ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে অযোধ্যার কারখানা এলাকার একটি দুর্গাপূজা প্যান্ডেলে দু’টি মোটরবাইকে করে এসে হামলা চালায় চারজন যুবক।তারা প্যান্ডেলে ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মানজিৎ যাদব নামে এক ব্যক্তির। সে সময়ই গুলি লাগে পাশে বসে থাকা দুই কিশোরীর। তাদের বয়স যথাক্রমে ১২ বছর ও ১৪ বছর।
ঘটনার পরই তাদের চিকিৎসার জন্য অযোধ্যা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে তাদের লখনৌতে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।ইতোমধ্যে অভিযুক্ত যুবকদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বাইকগুলো।প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, এই ঘটনার পিছনে পারস্পারিক শত্রুতা থাকতে পারে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের শনাক্ত করেছে পুলিশ। তাদের আটক করতে তল্লাশি শুরু হয়েছে।