
যে ৪ ভুলে পড়ছে চুল বর্তমানে চুল পড়া এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যার যেন একেবারেই শেষ নেই। দৈনন্দিন জীবনে কিছু ভুলের কারণেই চুল ঝরে যাওয়ার সমস্যা প্রকট হচ্ছে। প্রায়শই ছেলেরা সে ভুলগুলো করে থাকেন। জানেন সেগুলো কী কী? চলুন জেনে নেওয়া যাক।
গরম পানি ব্যবহার
অনেকেই গরম পানি দিয়ে চুল ধুয়ে থাকেন। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিয়মিত গরম পানিতে চুল পরিষ্কার করলে চুল ভেঙে যেতে পারে। এতে করে চুল পড়ে যায়। গরম পানি মাথার ত্বকের পোরগুলো খুলে দেয়, যা চুলের গোড়া নরম করে ফেলে। তবে সচরাচর কুসুম গরম পানিতে চুল ধোঁয়া এর স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু গরম পানিতে শ্যাম্পু করাটা অকালে টাক হওয়ার সূচনাই ধরে নেওয়া যায়।
প্রতিদিন শ্যাম্পু করা
চুলের যত্নে শ্যাম্পু ব্যবহারের প্রয়োজনীয়তা সবারই জানা আছে। ব্যবহারবিধি অনেকেরই অজানা। অনেকেই মনে করেন, প্রতিদিনের ধূলা-বালির কারণে চুল শুকিয়ে যেতে পারে। তাই তারা প্রতিদিনই শ্যাম্পু করেন। কিন্তু এমনটা করা মোটেও উচিত না। কারণ শ্যাম্পু চুলের ধূলা-ময়লা পরিষ্কার করার পাশাপাশি চুলকে রুক্ষ করে তোলে। এতে চুল পড়ার সমস্যা বাড়ে। তাই প্রতি সপ্তাহে দু’বার করে চুলে শ্যাম্পু করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
কন্ডিশনার ব্যবহার না করা
যে ৪ ভুলে পড়ছে চুল চুলে শ্যাম্পু করার পর তাকে আঁচড়ে এক জায়গায় রাখা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। কারণ বেশ কিছু ছোট চুল উড়তে থাকে। চুল ঘষে মোছার পর জট পড়া শুরু হয়। ফলে দেখতে মোটেই ভালো লাগে না। চুল ছিঁড়ে যাওয়ার প্রবণতাও বাড়ে। এমন চুলের সমাধান হিসেবে কন্ডিশনার ব্যবহার করার পরামর্শ বিশেষজ্ঞদের। কন্ডিশনার চুলকে নরম করে এবং সুরক্ষা দেয়। এটি কিউটিকলকে বন্ধ করে দেয়। এতে চুল তাপ থেকে সুরক্ষা পায়। ছেলেদের জন্যে আজকাল বাজারে অনেক কন্ডিশনার পাওয়া যায়।