
সাতকড়ি -মাধুরী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। গত ৩১ ডিসেম্বর শ্রী শ্রী কল্পতরু সংঘ রাম মন্দিরে সাতকড়ি -মাধুরী স্মৃতি ফাউন্ডেশন এর কনধার সুভাষ শীলের সভাপতিত্বে এলাকার হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।এই সময় উপস্থিত ছিলেন বিবেকান্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশ এর সদস্য দীপ নারায়ণ চৌধুরী,
সাতকড়ি -মাধুরী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। নোয়াপাড়া কল্পতরু সংঘের সাধারণ সম্পাদক প্রকাশ শীল,দক্ষিণ রাউজান কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক টিপু দাশ,নোয়াপাড়া সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজীব দত্ত,সুব্রত শীল,অনিল শীল,বিকাশ শীল,সুমী শীল,সংগীতা শীল,শিপ্রা শীল,বৈশাখী শীল,সোমা শীল,সুমন শীল,সুচিত্রা শীল,অসীম শীল,সুমিত্রা শীল সহ সমাজের আরও গন্য-মান্য ব্যাক্তি গন।