
আনোয়ারায় ভোট চাইতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার মেম্বার প্রার্থী আনোয়ারা ১ নং বৈয়রাগ ইউনিয়ন ৯ নং ওয়ার্ড এর মেম্বার প্রার্থী আব্দুল আজিজের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা। আনোয়ারায় ভোট চাইতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন মেম্বার প্রার্থী আব্দুল আজিজ ১ লা জানুয়ারী ২০২২ ইং শনিবার আনুমানিক সন্ধ্যা ৬ টায় ১ নং বৈরাগ ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল আজিজ নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে আমানাউল্লাহ পাড়ায় অতর্কিত সন্ত্রাসী হামলার শিকার হয়।
পরে এলাকাবাসীরা মেম্বার প্রার্থী পরিবারকে খবর দিলে দীর্ঘ ২ ঘন্টা খোঁজাখুঁজি করার পর উল্লাপাড়া কবরস্থানের জঙ্গলে পাওয়া যায় আবদুল আজিজকে।এলাকাবাসীর সহযোগিতায় আব্দুল আজিজ এর ছেলে মোহাম্মদ সোহেল তার বাবাকে আহত অবস্থায় আনোয়ারা মেডিকেলে নিয়ে যায়।এ ঘটনায় আনোয়ারা থানায় একটি অভিযোগ দায়ের করলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।আব্দুল আজিজ এর উপর সন্ত্রাসী হামলা পূর্বপরিকল্পিত ছিল বলে জানান তিনি,এ ব্যাপারে এলাকাবাসীদের কাছ থেকে জানতে চাইলে এলাকাবাসীরা তার জনপ্রিয়তা কে হিংসা করে এমন ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসী বাহিনীরা তারা আরো বলেন এমন ঘটনা দেশের কোথাও যাতে ঘটাতে না পারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
আনোয়ারায় ভোট চাইতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার মেম্বার প্রার্থী এমন ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের দাবি জানিয়ে আব্দুল আজিজ এর ছেলে মোঃ সোহেল বলেন, আমার বাবা সাধারণ ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন আমি প্রশাসনের কাছে তদন্তপূর্বক সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।মেম্বার পার্থী এর জনপ্রিয়তা দেখে দুস্কৃতিকারীরা এমন ঘটনা ঘটিয়েছে বলে দাবী আব্দুল আজিজের মেয়ে নিশু আক্তারের।পঞ্চম ধাপে ইউপি নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে, এমন ঘটনা নিয়ন্ত্রণে না এলে ভোটকেন্দ্রে সাধারণ ভোটারদের উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।